Sunday, September 7, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিককাতারস্থ বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ২০২৫ ব্যাচের তিন শিক্ষার্থীর...

কাতারস্থ বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ২০২৫ ব্যাচের তিন শিক্ষার্থীর বৃত্তিলাভ।

দোহা, ৪ সেপ্টেম্বর ২০২৫: বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজ, দোহা, কাতার এবারের এসএসসি-২০২৫ পরীক্ষায় উল্লেখযোগ্য কৃতিত্ব অর্জন করেছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় প্রতিষ্ঠানটির তিনজন শিক্ষার্থী সাধারণ গ্রেড বৃত্তি পেয়েছে।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, প্রবাসী (এক্সপ্যাট্রিয়েট স্কুল) ক্যাটাগরিতে মোট চারটি বৃত্তি প্রদান করা হয়েছে, যার মধ্যে তিনটি অর্জন করেছে বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজ। বৃত্তিপ্রাপ্তরা হলেন— মো. দিদার-উজ-জামান, মাহজাবিন বিনতে হাসান এবং ইসরাত জাহান লুবনা।

স্কুল পরিচালক লে. কমান্ডার (অব.) আনোয়ার খুরশিদ এ অর্জনকে “অসাধারণ সাফল্য” হিসেবে আখ্যায়িত করে বলেন, এটি শিক্ষার্থী এবং পুরো স্কুল পরিবারের জন্য গর্বের বিষয়। তিনি শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁদের “অবিরাম প্রচেষ্টার” জন্য।

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এ.টি.এম. আসাদুজ্জামান বলেন, “এই সাফল্য নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফল।” তিনি আশা প্রকাশ করেন, এ অর্জন অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।গভর্নিং বডির সদস্যরাও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই ফলাফল স্কুলটির শক্তিশালী একাডেমিক সংস্কৃতি ও প্রতিভা বিকাশের প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন।

এই কৃতিত্ব শুধু শিক্ষার্থীদের অসামান্য সাফল্যকেই নয়, বরং ঢাকা বোর্ডের অধীনে অন্যতম শীর্ষ প্রবাসী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজের সুনামকেও আরও সুদৃঢ় করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments