ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট দেওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের রক্তাক্ত ইতিহাস ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের তাৎপর্য বিবেচনা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
সোমবার (৮ সেপ্টেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক স্ট্যাটাসে তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অভ্যুদয় ও গৌরবোজ্জ্বল ইতিহাসের কেন্দ্রবিন্দু। তাই ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন শুধু শিক্ষার্থীদের নয়, পুরো দেশের জন্যও গুরুত্বপূর্ণ।
নাছির উদ্দিন উল্লেখ করেন, স্বাধীনতাবিরোধী বাহিনী ১৯৭১ সালের অপারেশন সার্চলাইটের সময় ঢাবিকে প্রথমে লক্ষ্য করে হামলা চালায়। রোকেয়া হলের নারী শিক্ষার্থীদের ওপর পাশবিক বর্বরতা চালানো হয়। মধুর ক্যান্টিনের মধুদাসহ জগন্নাথ হলের শিক্ষার্থীরা নিহত হন। শহীদুল্লাহ হলের হাউস টিউটর এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষকরা নিহত হন। বিজয়ের প্রাক্কালে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে ঢাবির প্রখ্যাত শিক্ষকবৃন্দ নিহত হন।
তিনি আরও বলেন, আসন্ন ডাকসু নির্বাচনে ভোটের সময় ঢাবির রক্তাক্ত ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের তাৎপর্য এবং ক্যাম্পাসের স্বাধীনচেতা সংস্কৃতি মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত। বিশ্ববিদ্যালয় যেন কোনো গোষ্ঠী দ্বারা নৈতিক নিয়ন্ত্রণ বা নারীদের স্বাধীনতা সীমাবদ্ধ করার শিকার না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
নাছির উদ্দিন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়কে মুক্ত, স্বাধীন ও গণতান্ত্রিক ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ছাত্রদল শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে অগ্রাধিকার দেবে এবং একাডেমিক, খাদ্য, আবাসন, পরিবহন, স্বাস্থ্য ও ক্যারিয়ার উন্নয়নে কাজ করবে।
শেষে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ছাত্রদলের মনোনীত প্রার্থীরা ফ্যাসিবাদবিরোধী, শিক্ষার্থীদের অধিকারে আপসহীন, মেধাবী, সমতা ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী এবং মুক্ত ও উদারনৈতিক গণতন্ত্র চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ। তাই আগামীকালের ডাকসু নির্বাচনে তাদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে।