বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর। ম্যাচটিতে আলবিসেলেস্তেদের শুরুর একাদশে একাধিক পরিবর্তন আনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দলের কোচ লিওনেল স্কালোনি। তিনি জানিয়েছেন, ভেনেজুয়েলার বিপক্ষে শুরুর একাদশে না থাকা কয়েকজন খেলোয়াড় ইকুয়েডরের বিপক্ষে একাদশে সুযোগ পেতে পারেন। তবে পরীক্ষা-নিরীক্ষা চললেও জয় নিয়েই ভাবছেন স্কালোনি।
ভেনেজুয়েলার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে গোল করা লাউতারো মার্টিনেজ ইকুয়েডরের বিপক্ষে শুরু থেকেই মাঠে নামতে পারেন। একই সঙ্গে চোটের কারণে আগের ম্যাচে না খেলা মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টারকেও একাদশে দেখা যেতে পারে।
অন্যদিকে, লিওনেল মেসি আগেই জানিয়েছেন যে তিনি এই ম্যাচে খেলবেন না। ফলে আক্রমণভাগে পরিবর্তন আসা স্বাভাবিক। লাউতারোর সঙ্গে হুলিয়ান আলভারেজকে শুরুর একাদশে দেখা যেতে পারে। তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুনো ভেনেজুয়েলার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করলেও, ইকুয়েডর ম্যাচে রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডকে প্রথম একাদশে দেখা নাও যেতে পারে।
রক্ষণভাগেও পরিবর্তন আসছে নিশ্চিতভাবেই। টানা দুই ম্যাচে দুটি হলুদ কার্ড পাওয়ায় নিষিদ্ধ হয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো। তার পরিবর্তে লিওনার্দো বালের্দির মাঠে নামার সম্ভাবনা সবচেয়ে বেশি।
এছাড়া নিকোলাস গঞ্জালেসকেও শুরুর একাদশে রাখার পরিকল্পনা রয়েছে কোচ স্কালোনির। তিনি স্কালোনির আস্থাভাজন খেলোয়াড়দের একজন।
বাংলাদেশ সময় আগামী বুধবার ভোর ৫টায় শুরু হবে আর্জেন্টিনা ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচ।