Monday, September 8, 2025
spot_imgspot_img
Homeবিশেষ সংবাদকুমিল্লায় কুবি শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধার, সিসিটিভিতে রহস্যজনক ফাঁক

কুমিল্লায় কুবি শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধার, সিসিটিভিতে রহস্যজনক ফাঁক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার মা নিজ বাসায় শ্বাসরোধে নিহত অবস্থায় পাওয়া গেছে। ঘটনায় সিসিটিভি ফুটেজে ধরা পড়া একটি দৃশ্য নতুন চাঞ্চল্য সৃষ্টি করেছে, তবে কিছু নির্দিষ্ট সময়ের ফুটেজ পাওয়া যায়নি।

রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কুমিল্লা নগরীর কালিয়াজুরি এলাকা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ড সকালে ১০টা থেকে রাত ১২টার মধ্যে সংঘটিত হয়েছে।

নিহতরা হলেন- কুবির লোক প্রশাসন বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া আফরিন পিংকি (২৩) এবং তার মা ফাতেমা আক্তার (৫২)। কিছুদিন আগে তাদের পরিবারের এক সদস্য মারা গেছেন। পরিবারটি কুমিল্লা নগরের ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুরি সংলগ্ন ভাড়া বাসায় বসবাস করতো। রোববার রাত ১১টার দিকে পিংকির ভাইদের মধ্যে একজন বাসায় ঢুকে মা-মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

কোতোয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “মরদেহ দুটি মর্গে পাঠানো হয়েছে। মৃতদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে সিসিটিভি ফুটেজসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে।”

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সকাল ৮টা ৮ মিনিটে একটি অজ্ঞাত ব্যক্তি টুপি, পাঞ্জাবি ও পাজামা পরে বাসায় প্রবেশ করেন। এরপর বেলা ১১টা ২২ মিনিটে তাকে বের হতে দেখা যায়। পরে ১১টা ৩৪ মিনিটে আবার বাসায় প্রবেশ করেন। কিন্তু দুপুর ১টা ৩৫ মিনিট পর্যন্ত আর কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি, যা রহস্যজনক ফাঁক হিসেবে ধরা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments