জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন চীন সফরে হাতে ছাতা নিয়ে ছবি তোলাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় চলা বিতর্কের প্রসঙ্গে সম্প্রতি প্রতিক্রিয়া দিয়েছেন।
তিনি জানান, গত ২৬ আগস্ট নাহিদ ইসলামের নেতৃত্বে সাত সদস্যের এনসিপি প্রতিনিধি দল পাঁচ দিনের জন্য চীনে সফর করেন। সফরের সময় প্রকাশিত ছবিতে আখতারের হাতে থাকা একটি ছাতা ভাইরাল হয়ে যায় এবং নানা মন্তব্যের জন্ম দেয়।
আখতার হোসেন এক গণমাধ্যমকে বলেন, “আমরা চীনে পৌঁছানোর পর ২৭ আগস্ট ভারী বৃষ্টি হয়েছিল। আমাদের নির্দেশ দেওয়া হয়েছিল, ছাতা সঙ্গে রাখতে হবে। তাই আমি ছাতা নিয়েছিলাম। কিন্তু কেন এটি এতটা আলোচনার বিষয় হয়ে উঠল, তা আমার বোধগম্য নয়।”
তিনি আরও বলেন, “ছবি তোলার সময় ছাতা হাতে থাকা বা না থাকা আমাদের কাছে বড় বিষয় নয়। তবে মানুষ কেন এটিকে আলোচনা কেন্দ্র করে তুলেছে, কেন আমার হাতে থাকা ব্যাগকে অনেকে টিফিন ক্যারিয়ার বলেছে—এসব আমার কাছে বিস্ময়ের। অনলাইনে কোন বিষয় কখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়, তা নিয়েও ভাবতে হচ্ছে।”