Monday, September 8, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিজাতিসংঘের মানবাধিকার উপদেষ্টা হুমা খান জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন

জাতিসংঘের মানবাধিকার উপদেষ্টা হুমা খান জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন

জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় হুমা খানের সঙ্গে উপস্থিত ছিলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক জুনিয়র উপদেষ্টা ব্যারিস্টার তাজরিয়ান আকরাম খান।

সাক্ষাতের শুরুতে হুমা খান জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন। পরবর্তী সময়ে উভয়পক্ষ পারস্পরিক মতবিনিময় করেন।

এর আগে ২৯ জুলাই রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মানবাধিকার সংস্থার আয়োজিত ‘জুলাই স্মরণ সভায়’ জামায়াত আমিরের বক্তব্যের জন্য হুমা খান কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন।

আলোচনায় তারা বাংলাদেশে বিদ্যমান মানবাধিকার পরিস্থিতি, গুম-খুনের বিচারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন। পরে জামায়াত আমির জাতিসংঘ প্রতিনিধিদলকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক ‘জুলাই শহীদদের’ স্মরণে প্রকাশিত ইংরেজি সংস্করণের ১২ খণ্ডের বই উপহার দেন।

সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments