Monday, September 8, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষডাকসু নির্বাচনে ভোটকেন্দ্রে মোবাইল-ব্যাগ বহনে নিষেধাজ্ঞা

ডাকসু নির্বাচনে ভোটকেন্দ্রে মোবাইল-ব্যাগ বহনে নিষেধাজ্ঞা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে ভোটারদের মোবাইল ফোন ও ব্যাগসহ বিভিন্ন জিনিস বহন নিষিদ্ধ করেছে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়।

রোববার (৭ সেপ্টেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটাররা ভোটকেন্দ্রে প্রবেশের সময় ব্যাগ, মোবাইল ফোন, স্মার্টওয়াচ, যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল ও তরল জাতীয় কোনো পদার্থ সঙ্গে নিতে পারবেন না।

চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় আরও জানিয়েছে, এবার ৮টি কেন্দ্রে মোট ৮১০টি বুথ নির্ধারণ করা হয়েছে। হিসাব অনুযায়ী, যদি সব ভোটার উপস্থিত হন এবং প্রত্যেকে গড়ে ১০ মিনিট সময় নেন, তবুও নির্ধারিত সময় বিকেল ৪টার মধ্যেই ভোটগ্রহণ শেষ করা সম্ভব হবে।

এই নির্বাচনে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থী ৬২ জন। ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন।

এবারের নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বামজোট, ইসলামী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্রসংসদ ও ছাত্র অধিকার পরিষদ নিজেদের প্যানেল দিয়েছে। পাশাপাশি কয়েক শতাধিক স্বতন্ত্র প্রার্থীরাও লড়ছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments