Monday, September 8, 2025
spot_imgspot_img
Homeস্বাস্থ্যঢামেক পরিচালক: নুরের শর্টটাইম মেমোরি লসের গুজব ভিত্তিহীন

ঢামেক পরিচালক: নুরের শর্টটাইম মেমোরি লসের গুজব ভিত্তিহীন

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার (৮ সেপ্টেম্বর) এক ব্রিফিংয়ে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান, নুরের নাকের হাড় ভেঙে গেছে, যার ফলে মাঝে মাঝে সামান্য রক্ত বের হচ্ছে। এ ক্ষত সারতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। তবে মস্তিষ্কে রক্তক্ষরণের আশঙ্কা সম্পূর্ণ কেটে গেছে।

তিনি আরও বলেন, নুরের সামান্য জ্বর আছে, কিন্তু শর্টটাইম মেমোরি লসের গুজব সত্য নয়। এই ধরনের আঘাত থেকে এমন জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

ঢামেক পরিচালক জানান, তাকে এখনই বাসায় নেওয়া যাবে না, আরও কয়েক দিন হাসপাতালে চিকিৎসা নিতে হবে। তবে পরিবার চাইলে তাকে বিদেশে নিয়ে যেতে পারে।

এদিকে নুরের ওপর হামলার ঘটনায় সরকার ইতোমধ্যে তদন্ত কমিশন গঠন করেছে। গত ৪ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আলী রেজার নেতৃত্বে তিন সদস্যের এ কমিশন কাজ করবে। কমিশনের অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় কমিশন কাজ করবে এবং প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রয়োজন হলে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত যেকোনো ব্যক্তিকে কমিশনের কাজে যুক্ত করা যাবে। এ কমিশনকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য ৩০ কার্যদিবস সময় দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments