গত দুই বছর ধরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে মানসিক স্বাস্থ্য উন্নয়নে স্বল্প সময়ের জন্য মনোবিদদের দেখা গেছে। খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা ও চাপ মোকাবিলার কৌশল শেখাতেই এ উদ্যোগ নিয়ে আসছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সম্প্রতি আলোচনা হয়েছিল, এবার দীর্ঘ মেয়াদের জন্য মনোবিদ ডেভিড স্কটকে যুক্ত করতে যাচ্ছে বিসিবি। তবে সময়ের অসামঞ্জস্যতার কারণে তার সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়নি। ফলে আপাতত দীর্ঘ মেয়াদে মনোবিদ নিয়োগের পরিকল্পনা থেকে সরে এসেছে বিসিবি। যদিও ভবিষ্যতের জন্য স্কটের নাম বিবেচনায় রাখা হচ্ছে।
বাংলাদেশ দলে মনোবিদ থাকার বিষয়টি একেবারে নতুন নয়। ২০০৩ বিশ্বকাপের আগে প্রথমবার অস্ট্রেলিয়া থেকে এক মনোবিদ যুক্ত হয়েছিলেন। এরপর থেকে বিভিন্ন সময় দেশি ও বিদেশি অনেক মনোবিদ খেলোয়াড়দের সঙ্গে কাজ করেছেন। তবে তারা প্রায় সবাই স্বল্প মেয়াদি ভিত্তিতে কাজ করেছেন।