আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে এ বছর ভারতে ১,২০০ টন ইলিশ মাছ রপ্তানি করা হবে। সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।
আদেশে বলা হয়েছে, আগ্রহী রপ্তানিকারকরা ১১ সেপ্টেম্বর অফিসের সময় হার্ড কপিতে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে অবশ্যই দাখিল করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর ও ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র এবং মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ অন্যান্য প্রয়োজনীয় দলিলাদি।
সরকার প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করেছে ১২.৫ মার্কিন ডলার, যা বর্তমান ডলারের মান অনুসারে প্রায় ১,৫২৫ টাকা। যারা পূর্বে আবেদন করেছেন, তাদেরকেও নতুনভাবে আবেদনপত্র জমা দিতে হবে।