Monday, September 8, 2025
spot_imgspot_img
Homeদেশের খবরবগুড়ায় পেট্রলপাম্প কর্মকর্তা খুন, কর্মচারী গ্রেপ্তার

বগুড়ায় পেট্রলপাম্প কর্মকর্তা খুন, কর্মচারী গ্রেপ্তার

বগুড়ায় পেট্রলপাম্প কর্মকর্তা ইকবাল হোসেনকে (৩০) হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে কর্মচারী রাকিবুল ইসলাম রতন (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত ইকবাল হোসেন সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার রাকিবুলের বাড়ি শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায়।

শনিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে শহরের দত্তবাড়ি এলাকার শতাব্দী ফিলিং স্টেশনের অফিসকক্ষে ইকবালকে হত্যা করা হয়। পরদিন রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে রাকিবুলকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিবুল হত্যার দায় স্বীকার করেছে। সে জানায়, ভোরে অফিসকক্ষে ঘুমন্ত অবস্থায় ব্যবস্থাপক ইকবালকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করে। পরে বগুড়া থেকে পালিয়ে কালিয়াকৈরে গিয়ে আত্মগোপন করে। তার দাবি, পেট্রলপাম্প থেকে তেল চুরির অভিযোগ তুলে তাকে মারধর করা হয়েছিল, এর প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে। সেখানে দেখা যায়, ঘুমন্ত ইকবালকে হাতুড়ি দিয়ে আঘাত করা হচ্ছে।

শনিবার রাতেই হত্যাকাণ্ডের পর রোববার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments