জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদের বাবা আক্কাস আলী অভাবের কারণে সিকিউরিটি গার্ডের চাকরি করছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে এবার এ বিষয়ে মুখ খুলেছেন নাসুমের বোন সাবিনা আক্তার শাম্মী। তার দাবি, নাসুমকে নেতিবাচকভাবে উপস্থাপন করার জন্যই এমন করছেন তাদের বাবা।
দেশের এক জনপ্রিয় সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে শাম্মী বলেন, মা মারা যাওয়ার পর থেকে নাসুম ও তার স্ত্রী-ই পরিবারের পাশে থেকেছেন। কিন্তু তাদের বাবা আক্কাস আলী ওই সময় বিয়ের জন্য মরিয়া হয়ে ওঠেন এবং ঝগড়ার একপর্যায়ে পরিবার ছেড়ে চলে যান।
শাম্মীর ভাষায়, “আমার ভাইয়া আমাদের জন্য অনেক কষ্ট করেছে। মা মারা যাওয়ার দুঃখটাও আমাদের বুঝতে দেয়নি। কিন্তু বাবা তখন বিয়ের জন্য পাগল হয়ে ঝগড়া করে চলে যান। এখন ভাইয়া আর ভাবিকে খারাপ দেখানোর জন্য পরিকল্পিতভাবে এসব বলা হচ্ছে।”
তিনি আরও অভিযোগ করেন, বাবা কখনো চাননি তিনি পড়াশোনা চালিয়ে যান। “স্কুলে গেলে তিনি গাড়ি আটকে দিতেন, নানা ঝামেলা করতেন। বাধ্য হয়ে আমাকে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছে,” বলেন শাম্মী।
এছাড়া বাবার ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ টেনে শাম্মী জানান, তারা বাবার দ্বিতীয় বিয়ের খবর জানতে পারেন অনেক পরে। “আমরা প্রায় এক বছর আগে জেনেছি তিনি বিয়ে করেছেন। এর আগে কিছুই জানতাম না। ভাইয়া আর ভাবি চেষ্টা করেছে তাকে ফিরিয়ে আনার, কিন্তু তিনি নিজেই ফিরে আসতে চাননি।”