বিসিএস (পুলিশ) ক্যাডারের ৫৯ জন কর্মকর্তাকে অতিরিক্ত সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এই তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (৮ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানায়।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান প্রজ্ঞাপনে সই করেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে বিসিএস ৩৪, ৩৫ ও ৩৬তম ব্যাচের পাশাপাশি বিভাগীয় পদে দায়িত্বে থাকা কর্মকর্তারাও রয়েছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই পদোন্নতি অবিলম্বে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে যে, তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন।
এর আগে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে পুলিশে আরও চার হাজার এএসআই নিয়োগ ও পদোন্নতির মাধ্যমে যুক্ত করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। গত বুধবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, নতুন এএসআইদের অর্ধেক সরাসরি নিয়োগের মাধ্যমে এবং বাকি অর্ধেক পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে।