লোহিত সাগরে একটি সাবমেরিন ক্যাবল কেটে যাওয়ার কারণে এশিয়া ও মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ইন্টারনেট সেবা ব্যাহত হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, ভারতের পাশাপাশি পাকিস্তানসহ কিছু দেশে সেবায় অচলাবস্থা দেখা দিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ইতিসালাত এবং ডু নেটওয়ার্কেও একই ধরনের সমস্যা লক্ষ্য করা গেছে। নেটব্লকস জানাচ্ছে, সৌদি আরবের জেদ্দা অঞ্চলের নিকটবর্তী এলাকায় ক্যাবল সিস্টেমে ত্রুটি ধরা পড়েছে। তবে এই ক্ষতির কারণ এখনও নিশ্চিত নয়।
মাইক্রোসফট জানিয়েছে, তাদের ক্লাউড সেবা আজুর ব্যবহারকারীরা ধীরগতির ইন্টারনেট সমস্যার মুখোমুখি হতে পারেন। লোহিত সাগরের নিচে থাকা একাধিক ফাইবার ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্র্যাফিককে বিকল্প নেটওয়ার্ক রুটে সরানো হয়েছে, ফলে সম্পূর্ণ সেবা বন্ধ হয়নি।
মাইক্রোসফটের বিবৃতিতে বলা হয়েছে, “মধ্যপ্রাচ্যের রুট হয়ে যাওয়া ট্র্যাফিকে কিছু বিলম্ব বাড়তে পারে, তবে অন্যান্য অঞ্চলের ব্যবহারকারীদের ওপর প্রভাব পড়বে না।” এই ব্যাঘাত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্লাউড সেবা প্রদানকারী আজুরের জন্য বৈশ্বিক প্রযুক্তি ক্ষেত্রে নজর কাড়ছে।