Monday, September 8, 2025
spot_imgspot_img
Homeদেশের খবরশ্রীপুরে র‌্যাবের গাড়িতে হামলা ও সড়ক অবরোধ, ১৪ জন গ্রেপ্তার

শ্রীপুরে র‌্যাবের গাড়িতে হামলা ও সড়ক অবরোধ, ১৪ জন গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে অস্ত্রসহ এক ব্যবসায়ীকে আটক করার ঘটনায় র‌্যাবের গাড়ি আটক করে সড়ক অবরোধের ঘটনায় র‌্যাব দুইটি পৃথক মামলা দায়ের করেছে। এ ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলায় একদিকে অস্ত্র আইন ভঙ্গের অভিযোগ, অন্যদিকে সরকারি কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ অন্তর্ভুক্ত। দুই মামলায় দুই নারীসহ ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতনামা আরও দেড়শ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব সদর দপ্তরের ওয়ারেন্ট অফিসার জাফর ইকবাল বাদী হয়ে শ্রীপুর থানায় দুটি মামলা দায়ের করেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, ৭ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে র‌্যাব শ্রীপুরের বরামা চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করছিল। অভিযানকালে মোশারফ হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার সহযোগীরা দা, লাঠি, রড, রামদা ও বাঁশের লাঠি নিয়ে র‌্যাবের গাড়ির সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

এই সময় র‌্যাব সদস্যরা হামলার শিকার হন। আহতদের মধ্যে ছিলেন র‌্যাব সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার নূর আলম (৩৩), এসআই মাহবুব (৩১), র‌্যাব সদস্য সোহাগ হোসেন (২৮), গোলাম মোরশেদ (২৭) ও সোবহান আলী (৪০)। আহতরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই তাজুল ইসলাম জানান, এজাহার নামীয় ১৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া পলাতক ৮ জনসহ বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments