Tuesday, September 9, 2025
spot_imgspot_img
Homeজাতীয়সন্ধ্যা ৭টার আগেই শেষ করতে হবে প্রতিমা বিসর্জন: স্বরাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যা ৭টার আগেই শেষ করতে হবে প্রতিমা বিসর্জন: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্গাপূজায় সন্ধ্যা ৭টার মধ্যেই প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পূজাকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই। প্রতিটি মণ্ডপ ২৪ ঘণ্টা নজরদারিতে থাকবে এবং পর্যাপ্ত সংখ্যক আনসার সদস্য মোতায়েন করা হবে।

তিনি আরও বলেন, পূজাকে কেন্দ্র করে কোনো মেলায় মদ বা গাঁজার আসর বসানো যাবে না। এবার সারাদেশে প্রায় ৩৩ হাজার মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সীমান্ত এলাকায় বিজিবিকে দায়িত্ব দেওয়া হবে, আর ঢাকায় প্রতিমা বিসর্জন লাইনে শৃঙ্খলাভাবে সম্পন্ন করতে হবে।

এদিকে পূজা ঘিরে সম্ভাব্য নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৮ দফা নির্দেশনা প্রণয়ন করেছে। এর মধ্যে রয়েছে—

  • আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার,
  • পূজামণ্ডপে সার্বক্ষণিক সিসি ক্যামেরা স্থাপন,
  • স্বেচ্ছাসেবক ও পাহারাদার নিয়োগ,
  • স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে মনিটরিং কমিটি গঠন,
  • সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক বক্তব্য প্রতিরোধ,
  • প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলো, নিরাপত্তা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রস্তুত রাখা।

এছাড়া নারী দর্শনার্থীদের নিরাপত্তা, ইভটিজিং প্রতিরোধ, আতশবাজি পোড়ানো নিষিদ্ধকরণ এবং দুর্গাপূজা চলাকালে যাতায়াত সড়কগুলো সাময়িকভাবে সংস্কারেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments