Monday, September 8, 2025
spot_imgspot_img
Homeদেশের খবরসুন্দরবনের হেতালবুনিয়া অভয়ারণ্য থেকে নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে ৪ জেলে গ্রেপ্তার

সুন্দরবনের হেতালবুনিয়া অভয়ারণ্য থেকে নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে ৪ জেলে গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় সাতক্ষীরার সুন্দরবনের হেতালবুনিয়া অভয়ারণ্য এলাকায় অভিযান চালিয়ে বনবিভাগের স্মার্ট পেট্রোল টিম চার জেলেকে আটক করেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বন আদালতে মামলা দায়েরের পর সাতক্ষীরা আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে রোববার নিয়মিত টহল কার্যক্রমের সময় তাদেরকে আটক করা হয়েছিল।

আটককৃতদের মধ্যে রয়েছেন—শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার মৃত ফেলা শেখের ছেলে হালিম শেখ (৬০), সবির মালীর ছেলে জুব্বার মালী (৫৮), মৃত আফসার মালীর ছেলে তৈবুর রহমান (২৫) এবং সেজ্জাদ শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৩২)।

বনবিভাগ জানায়, সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মাছ ধরা ও যে কোনো ধরনের শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। তবে কিছু জেলে এই নিষেধাজ্ঞা অমান্য করে গোপনভাবে প্রবেশ করে মাছ ধরছিলেন। খবর পেয়ে স্মার্ট পেট্রোল টিম অভিযান চালিয়ে তাদের আটক করে এবং মাছ ধরার জালসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করে।

স্মার্ট পেট্রোল টিমের লিডার আব্দুল কারিম বলেন, “সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার জন্য অভয়ারণ্য এলাকার নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে রাখা হচ্ছে। যারা নিয়ম অমান্য করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, আটককৃত জেলেদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments