Monday, September 8, 2025
spot_imgspot_img
Homeদেশের খবরহবিগঞ্জে রশিদপুর কূপে সংস্কারের পর নতুন গ্যাসের সন্ধান

হবিগঞ্জে রশিদপুর কূপে সংস্কারের পর নতুন গ্যাসের সন্ধান

হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩নং কূপ থেকে নতুন গ্যাস পাওয়া গেছে। সম্প্রতি কূপটির সংস্কার (ওয়ার্কওভার) কার্যক্রম সম্পন্ন করার পর এই তথ্য প্রকাশ করেছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)।

রোববার (৭ সেপ্টেম্বর) রাতে বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ৪ সেপ্টেম্বর জেলা প্রশাসক মো. ফরিদুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসজিএফএল সূত্র জানায়, আগামী ১০ বছরে কূপটি থেকে প্রায় ২৫.৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে। পাশাপাশি কূপ থেকে কনডেনসেটও পাওয়া যাবে। বর্তমান বাজার দরে (প্রতি ঘনমিটার এলএনজি ৬৫ টাকা) কূপটি থেকে আনুমানিক ৪ হাজার ৭০০ কোটি টাকার গ্যাস উত্তোলন সম্ভব হবে।

সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা এবং বাপেক্সের কারিগরি টিম যৌথভাবে কূপটির ওয়ার্কওভার কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছেন। বর্তমানে এসজিএফএল-এর আওতায় সিলেট-১০এক্স, সিলেট-১১, ডুপিটিলা-১, কৈলাসটিলা-৯, রশিদপুর-১১ ও রশিদপুর-১৩ নম্বর কূপে খনন, পাশাপাশি কৈলাসটিলা-৯ ও বিয়ানীবাজার-২ নম্বর কূপে ওয়ার্কওভার কার্যক্রম চলমান। এসব কার্যক্রম সম্পন্ন হলে দেশের গ্যাস উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, দেশের জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে ২০১২ সালের ৩০ এপ্রিল রশিদপুরে দৈনিক ৩ হাজার ৭৫০ ব্যারেল ক্ষমতাসম্পন্ন কনডেনসেট ফ্র্যাকশনেশন প্ল্যান্ট স্থাপন করা হয়েছিল। এই প্ল্যান্ট থেকে প্রতিদিন পেট্রোল, ডিজেল, কেরোসিন, অকটেন ও এলপিজি উৎপাদিত হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments