Monday, September 8, 2025
spot_imgspot_img
Homeবিনোদনহৃতিকের প্রেমিকা’ তকমায় কাজ হারানো নিয়ে মুখ খুললেন সাবা আজাদ

হৃতিকের প্রেমিকা’ তকমায় কাজ হারানো নিয়ে মুখ খুললেন সাবা আজাদ

বলিউড অভিনেতা হৃতিক রোশানের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন গায়িকা, বাচিকশিল্পী ও অভিনেত্রী সাবা আজাদ। এই সম্পর্কের কারণেই রাতারাতি আলোচনায় আসেন তিনি। যদিও শৈশব থেকেই মঞ্চে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে সাবার, তিনি সফদর হাশমীর ভাইঝি হিসেবেও পরিচিত।

কিন্তু হৃতিকের প্রেমিকা পরিচয় যেন তার ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলেছে। অনেক কাজ হারাতে হয়েছে তাকে। এমনকি অনেকেই কটাক্ষ করে বলেছেন, ‘হৃতিকের প্রেমিকার আবার কাজ করার প্রয়োজন কী?’

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই সমালোচনার জবাব দেন সাবা। তিনি বলেন, “গত দশ বছর ধরে আমি নিজে কাজ করে ভাড়া মিটিয়েছি, নিজের খাওয়ার ব্যবস্থা করেছি। অথচ এখন কাজ পাওয়ার জন্য সংগ্রাম করতে হচ্ছে। সফল কারও প্রেমিকা হলে তার আলাদা উপার্জনের প্রয়োজন নেই—এমন মানসিকতা থেকে আমরা কবে মুক্তি পাব?”

হৃতিকের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগেই সাবা ছিলেন প্রতিষ্ঠিত শিল্পী। গায়িকা হিসেবে একাধিক বিজ্ঞাপনে কণ্ঠ দিয়েছেন, সংগীতশিল্পী হিসেবেও তার পরিচিতি আছে। এছাড়া কয়েকটি ছবিতেও অভিনয় করেছেন।

কিন্তু নামী অভিনেতার সঙ্গে সম্পর্ক শুরু হওয়ার পর কাজের সুযোগ কমে গেছে বলে জানান তিনি। সাবার অভিযোগ, সমাজের পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গিই এর জন্য দায়ী। এমনকি এক পরিচালক সরাসরিই তাকে বলেছেন, “এখন তো তুমি তারকার প্রেমিকা, কাজের আর দরকার কী!” এ ধরনের মন্তব্যই সাবাকে ক্ষুব্ধ করে তুলেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments