ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের কারণে ক্যাম্পাসে প্রবেশের সব পথ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার রাত ৮টা থেকে ৩৪ ঘণ্টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সাধারণ জনতার জন্য বন্ধ থাকবে। এই নির্দেশনা বৃহস্পতিবার জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত সহ সব প্রবেশপথ সাধারণ জনতার জন্য বন্ধ থাকবে। তবে বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরা তাদের পরিচয়পত্রের ফটোকপি দেখিয়ে প্রবেশ করতে পারবেন। স্টিকারযুক্ত এবং জরুরি সেবার যানবাহন যেমন অ্যাম্বুল্যান্স, চিকিৎসক ও রোগীর যানবাহন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক এবং ফায়ার সার্ভিসের যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।
সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের এ সময়ে পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে। যারা পরিবারের সদস্য হলেও বিশ্ববিদ্যালয়ে কর্মরত নয় বা শিক্ষার্থী নয়, তারা জরুরি প্রয়োজনে প্রক্টর অফিস থেকে নিরাপত্তা পাস সংগ্রহ করে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। সর্বসম্মিলিত সহযোগিতা চাওয়া হয়েছে।