ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগান দেন— “জামায়াত-শিবির রাজাকার”, “নির্বাচনে কারচুপি মানি না মানব না”, “ভোট চোর ভোট চোর, জামায়াত-শিবির ভোট চোর”, “প্রশাসন ভোট চোর”। এতে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারা ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) বাইরে অবস্থান নেন এবং দাবি জানান, প্রার্থীদের সামনে বসে ভোট গণনা করতে হবে।
এর আগে ভোট গণনার জন্য টিএসসি কেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে আবিদুল ইসলাম খান ও তার সমর্থকদের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের বাকবিতণ্ডা হয়। ওই সময় কর্মকর্তারা প্রবেশাধিকার না দেওয়ায় ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের অভিযোগ— ভেতরে শিবিরের কর্মীরা অবস্থান করছে, অথচ প্রশাসন ছাত্রদল ও সাংবাদিকদের প্রবেশে বাধা দিচ্ছে।
পরিস্থিতি উত্তপ্ত হলে ছাত্রদল নেতারা শিক্ষক নাসিমা বেগমের বিরুদ্ধে ভোট কারচুপির ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। তারা রিটার্নিং কর্মকর্তাদেরও ‘শিবিরের দালাল’ ও ‘রাজাকার’ বলে স্লোগান দেন। ফটকের ভেতরে শিক্ষকরা অবস্থান নেন এবং বাইরে কয়েকশত ছাত্রদলকর্মী বিক্ষোভ করতে থাকেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, “এই কেন্দ্রে শিবিরের পক্ষে ভোট কারচুপি হয়েছে। তাই আমরা চাই ভোট গণনা প্রকাশ্যে হোক। কিন্তু প্রশাসন আমাদের দাবি উপেক্ষা করছে। যতক্ষণ পর্যন্ত প্রবেশাধিকার না দেওয়া হবে, আমরা এখান থেকে সরব না।”
উল্লেখ্য, প্রায় ছয় বছর পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ডাকসু ও হল সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।