Wednesday, September 10, 2025
spot_imgspot_img
Homeধর্ম - ইসলামজাবালে রহমতে ওমরাযাত্রীদের জন্য বহু ভাষায় ধর্মীয় নির্দেশনার নতুন সেবা চালু

জাবালে রহমতে ওমরাযাত্রীদের জন্য বহু ভাষায় ধর্মীয় নির্দেশনার নতুন সেবা চালু

চলতি ওমরা মৌসুমে আরাফাতের ময়দানে আগত ওমরাযাত্রীদের জন্য ইসলাম বিষয়ক মন্ত্রণালয় নতুন এক সেবা চালু করেছে। এ সেবার মাধ্যমে ভ্রমণকারীরা নানাবিধ ধর্মীয় নির্দেশনা ও পরামর্শ পেতে পারবেন।

সৌদি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, মন্ত্রণালয় ওমরাযাত্রীদের সুবিধার জন্য একাধিক ভাষায় বিশেষজ্ঞদের মাধ্যমে সেবা প্রদান করছে। এতে আগতরা সরাসরি ধর্মীয় পরামর্শ নিতে সক্ষম হচ্ছেন এবং সঠিক তথ্য-জানকারি পাচ্ছেন।

এর জন্য জাবালে রহমতের কাছে আরাফাতের ময়দানে বিশেষ কয়েকটি বুথ স্থাপন করা হয়েছে। এই বুথগুলোতে বিভিন্ন ভাষার তথ্যপুস্তিকা বিতরণ করা হচ্ছে এবং যারা চাইছেন, তারা ধর্মীয় বিষয় বা প্রয়োজনীয় পরামর্শ সরাসরি বিশেষজ্ঞদের থেকে নিতে পারছেন। বিভিন্ন দেশ থেকে আগত উমরাযাত্রীরা নিজ নিজ ভাষায় প্রয়োজনীয় নির্দেশনা পেয়ে সহজে সুবিধা ভোগ করছেন।

ওমরা মৌসুমে বিশ্বজুড়ে আগত উমরাযাত্রীরা পবিত্র স্থানগুলো—মিন্না, মুজদালিফা এবং আরাফাতের ময়দান—পরিদর্শন করেন। বিশেষ করে জাবালে রহমতে গিয়ে নফল নামাজ আদায় ও দোয়া করা হয়। অনেকে এখানে স্মারক ছবি তোলেন।

স্থানীয় প্রশাসনও জাবালে রহমতে মানুষের চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। পাহাড়ে যাতায়াতের রাস্তাগুলো একমুখী করা হয়েছে, যাতে আগমন ও প্রত্যাবর্তনের সময় কোনো ধরনের জট বা বাধা সৃষ্টি না হয়।

এ উদ্যোগের মাধ্যমে ওমরাযাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খল ধর্মীয় অভিজ্ঞতা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments