Wednesday, September 10, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিহবিগঞ্জে আ.লীগ নেতা গ্রেপ্তার, প্রবাস থেকে ৩ নেতার প্রতিবাদ

হবিগঞ্জে আ.লীগ নেতা গ্রেপ্তার, প্রবাস থেকে ৩ নেতার প্রতিবাদ


হবিগঞ্জের মাধবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আপন মিয়ার গ্রেপ্তারের ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিনজন নেতা প্রবাস থেকে ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকার উত্তরা এলাকা থেকে আপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার রাজনগর গ্রামের মোহাম্মদ আমীর হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ডিএমপির মিরপুর মডেল থানায় গত বছরের ২৫ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারের পরই হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবু জাহিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ওয়াসিম চৌধুরী এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এরশাদ আলী—এই তিনজনই ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে প্রতিবাদমূলক ও আবেগঘন পোস্ট দেন। তারা আপন মিয়ার গ্রেপ্তারে গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং তার মুক্তির দাবি জানিয়ে তাদের পোস্টে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে এই তিন নেতা যথাক্রমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়ায় অবস্থান করছেন। তারা নিজেও একাধিক জুলাই হত্যা মামলার আসামি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments