Wednesday, September 10, 2025
spot_imgspot_img
Homeঅন্যান্য৪১,৬২৭ শিক্ষক এমপিওভুক্ত প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ

৪১,৬২৭ শিক্ষক এমপিওভুক্ত প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ


এমপিওভুক্ত ১৮,৮৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪১,৬২৭ জন প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
বুধবার (১০ সেপ্টেম্বর) এনটিআরসিএর সহকারী পরিচালক ফয়জার আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।

সুপারিশ প্রাপ্ত প্রার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র প্রদান করা হবে এবং নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা যথারীতি যোগদান করবেন। এছাড়াও, এমপিওভুক্তি কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র ও ওএমআর শিট জমাদানের ক্ষেত্রে কঠোর নির্দেশনা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। নির্ধারিত সময়ে জমা না দেওয়ায় অনেক পরীক্ষক ও প্রধান পরীক্ষকের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করা হয়। এরপর বোর্ড নতুনভাবে তারিখ নির্ধারণ করেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার ‘অতীব জরুরি’ হিসেবে বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষকদের ৯ সেপ্টেম্বরের মধ্যে এবং প্রধান পরীক্ষকদের ১০ সেপ্টেম্বরের মধ্যে উত্তরপত্র ও ওএমআর শিট জমা দিতে হবে।

যারা নির্ধারিত সময়ে জমা দেননি, তাদেরও সংশ্লিষ্ট তারিখের মধ্যে বোর্ডের কম্পিউটার সেন্টারে জমা দিতে হবে। ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments