ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ–সভাপতি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান জানিয়েছেন, তার রাজনৈতিক যাত্রা এখানেই শেষ নয়। তিনি বলেছেন, “আমার যাত্রা আরও অনেক দীর্ঘ, আমি এখনও জাতীয়তাবাদী ছাত্রদলের একজন ছাত্রনেতা। নির্বাচনী ইশতেহারে যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা বাস্তবায়নের জন্য প্রশাসনের কাছে যথাযথ পদক্ষেপ নেব।”
আজ বুধবার দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে আবিদ লিখেছেন, নির্বাচনের আগে কখনো ভাবিনি আমি এতদূর পৌঁছাব। নির্বাচনের আগের রাতে খালেদ মুহিউদ্দিন তাকে প্রশ্ন করেছিলেন, পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চায়। তখন কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। একের পর এক আন্দোলন-সংগ্রামে নিজেকে রাজপথে নিয়োজিত করেছেন, আর সেই পথ আজ তাকে এতদূর নিয়ে এসেছে।
তিনি উল্লেখ করেন, “এই নির্বাচনে মিডিয়ার অপপ্রচারের মধ্য দিয়ে আমার দিন শুরু হয়েছে। সারাদিন বিভিন্ন স্থানে সমস্যা খুঁজে বের করেছি এবং সেগুলো নিয়ে আলোচনা করেছি। আশা রাখি প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু অনুসন্ধান ও যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে।”
আবিদ আরও বলেন, “আমি জানি সবাইকে পর্যাপ্তভাবে সেবা দিতে পারিনি। মাত্র ২০ দিনের ক্যাম্পেইনে চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রের কাছে পৌঁছতে। কেউ কেউ হয়তো স্পর্শ থেকে বঞ্চিত হয়েছেন, কিন্তু আশ্বস্ত করতে চাই, আমার যাত্রা এখানেই শেষ নয়। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে নতুন শুরু আনব, রাজপথে অতন্দ্র প্রহরী হয়ে সক্রিয় থাকব এবং সমগ্র বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করব। ইনশাআল্লাহ, এর ফল পরবর্তী ডাকসুতে দেখা যাবে।”
পোস্টটি শেষ করেছেন, “আবিদ আপনাদের কখনো ছেড়ে যাবে না।”