দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত এপ্রিলে বাংলাদেশ ইমার্জিং দলের ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন পেস বোলিং অলরাউন্ডার তোফায়েল আহমেদ। প্রথম ম্যাচে দলের জয়ে বড় অবদান রাখলেও দুর্ভাগ্যজনকভাবে সিরিজ শেষ করতে পারেননি তিনি। সেই ম্যাচের পরই চোটে পড়েন তোফায়েল, ফলে সিরিজের বাকি ম্যাচগুলোতে খেলতে পারেননি।
চোট কাটিয়ে পরবর্তীতে যোগ দেন হাই-পারফরম্যান্স (এইচপি) দলের অনুশীলন ক্যাম্পে এবং ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করেন। গত মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলার সুযোগও পান তিনি। যদিও সেখানে প্রত্যাশিত সাফল্য আসেনি, তবুও সুযোগ সীমিত থাকায় নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেননি সিলেটের এই অলরাউন্ডার।
আসন্ন এনসিএল টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফেরার কথা থাকলেও সেটি আর হচ্ছে না। বর্তমানে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে কমপক্ষে দুই সপ্তাহের বিশ্রামে থাকতে হবে তোফায়েলকে। ধারণা করা হচ্ছে, সিলেট পর্ব থেকেই মাঠে ফিরতে পারবেন তিনি। এবারের আসরেও সিলেটের হয়েই খেলার কথা রয়েছে তার।