Wednesday, September 10, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষক্ষুদ্র জীবনে এতদূর আসার কথা কল্পনাও করিনি: আবিদুল

ক্ষুদ্র জীবনে এতদূর আসার কথা কল্পনাও করিনি: আবিদুল


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, “ক্ষুদ্র জীবনে আমি এতদূর আসবো, তা কখনো ভাবিনি।”

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, নির্বাচনের আগের রাতে খালেদ মুহিউদ্দিন ভাই তাকে প্রশ্ন করেছিলেন, পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাই। তখন তিনি কোনো সঠিক উত্তর দিতে পারেননি। আবিদুল বলেন, “আমি কখনো জানতাম না নিজেকে কোথায় দেখতে হবে। একের পর এক আন্দোলন-সংগ্রাম পার করেছি, নিজেকে রাজপথে সমর্পণ করেছি। সেই পথ আজ আমাকে এতদূর নিয়ে এসেছে। এটি স্বাভাবিক।”

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের দিন শুরু হয় মিডিয়ার অপপ্রচারের মধ্য দিয়ে। সারাদিন ভোটের বিভিন্ন কেন্দ্রে গিয়ে একের পর এক সমস্যা খুঁজে বের করেছেন এবং এসব নিয়ে আলোচনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসনের পক্ষ থেকে এই অভিযোগগুলো যথাযথভাবে অনুসন্ধান ও সমাধান হবে।

আবিদুল বলেন, “আমি এখনও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন ছাত্রনেতা। নির্বাচনী ইশতেহারে যা কিছু প্রতিশ্রুত ছিল, তা আদায় করতে প্রশাসনের সঙ্গে কাজ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির নতুন শুরু আমাদের হাত ধরে হবে। আমরা অতন্দ্র প্রহরী হয়ে রাজপথ পাহারা দেব, নিজেদের সর্বোচ্চ দিয়ে দেশের ছাত্র রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনব। ইনশাআল্লাহ, পরবর্তী ডাকসুতে এর প্রতিফলন দেখা যাবে। আমি কখনো আপনাদের ছেড়ে যাবো না।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments