ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ফাতিমা তাসনিম জুমা। শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে তিনি ১০,৬৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফুল ইসলাম পেয়েছেন ২,৪৭০ ভোট।
ফাতিমা জুমা এই বিজয়কে হিজাবি ও নন-হিজাবি উভয় শিক্ষার্থীর বলে মন্তব্য করেছেন। নির্বাচনের ফলাফল প্রকাশের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সিনেট ভবনের একটি ছবি শেয়ার করেন, যেখানে হিজাব পরিহিত কয়েকজন শিক্ষার্থীসহ সহপাঠীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে দেখা যায়।
ছবির ক্যাপশনে জুমা লিখেছেন, “এই বিজয় মুসলিমেরও, অমুসলিমেরও। এই বিজয় হিজাবীরও, নন-হিজাবিরও। এই বিজয় নারীদেরও, এই বিজয় ঢাবিরও, এই বিজয় আমাদের সবার। যে পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি, তার যথাযথ মূল্য বোঝার তৌফিক দাও, খোদা।”
এদিকে ছাত্রশিবিরের পক্ষে প্রার্থিতা ঘোষণা করার পর জুমা সাইবার বুলিংয়ের শিকার হন। তার ব্যক্তিগত কিছু নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। যদিও তিনি এসব নিয়ে বিভিন্ন সাক্ষাৎকারে প্রতিক্রিয়া দিয়েছেন, ভিডিওর নিচে ইতিবাচক প্রতিক্রিয়াই বেশি দেখা যায়।
জুমা গণমাধ্যমে বলেন, “আমার কাছে ৬০০+ স্ক্রিনশট রয়েছে যেখানে আমাকে ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হয়েছে। এমনকি আমার নামে অশ্লীল ভিডিওও বানানো হয়েছে। আজকের দিনে এক নারী প্রার্থীকে এই ধরনের হুমকির মুখে পড়তে হয়, যা গণধর্ষণের হুমকির প্রতিবাদ হওয়া অত্যন্ত জরুরি।”