সরকারবিরোধী আন্দোলনের কারণে টানা দুই দিন বন্ধ থাকার পর নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ) পুনরায় চালু হয়েছে। বুধবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
দ্য হিমালয়ান টাইমসের খবরে বলা হয়, কাঠমান্ডু উপত্যকায় অস্থির পরিস্থিতির কারণে বন্ধ থাকা বিমানবন্দরটি আনুষ্ঠানিকভাবে আবার কার্যক্রম শুরু করেছে।
গত সপ্তাহে নেপাল সরকার ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। নিবন্ধনের সময়সীমা পার হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। কিন্তু এ সিদ্ধান্তের বিরোধিতা করে সোমবার দেশব্যাপী বিক্ষোভ শুরু হয়। সহিংসতায় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ২০ জন নিহত ও শতাধিক আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও দেশজুড়ে কারফিউ জারি করা হয়।
তরুণ প্রজন্মের এই আন্দোলন দ্রুত সরকারবিরোধী রূপ নেয়। বিক্ষোভকারীরা সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবনে হামলা চালায়। সহিংসতা বেড়ে যাওয়ায় মঙ্গলবার প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি লেখেন, সাংবিধানিকভাবে সংকট সমাধানের পথ সহজ করতে তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় সহিংসতা ছড়িয়ে পড়লে বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দেয়। এরপর গোথাতারসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের কারণে নেপালের সব বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। এ সময় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সেনা মোতায়েন করা হয়।
বুধবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, স্থগিত হওয়া সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়েছে। তবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা কমিটির বৈঠকের পর ফ্লাইট কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে হালনাগাদ সময়সূচি, টিকিট এবং লাগেজ সংক্রান্ত তথ্য নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।