যুক্তরাষ্ট্রে কনসার্টে দাঁড়িয়ে জনপ্রিয় ভারতীয় র্যাপার বাদশাহ খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিকে কটাক্ষ করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, সম্প্রতি নিউ জার্সিতে অনুষ্ঠিত কনসার্টে ‘বীরে দি ওয়েডিং’ চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘তারিফান’ পরিবেশনের সময় বাদশাহ গানটির লাইন পরিবর্তন করে গাইতে থাকেন—‘কিন্নি ট্যারিফ চাহিদি ট্রাম্প নু?’ (ট্রাম্প, আর কত শুল্ক চান?)। এই লাইন মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ভক্তরা এটিকে কনসার্টের সবচেয়ে মজার অংশ বলে মন্তব্য করেছেন।
উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন ভারতের পণ্যের উপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে, এছাড়া ভারতের রাশিয়া থেকে তেল কেনার কারণে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে। শুধু বাদশাহই নয়, সম্প্রতি টিভি রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এ সালমান খানও নাম না উল্লেখ করে ট্রাম্পকে খোঁচা দিয়েছেন।
নিউ জার্সির কনসার্ট বাদশাহর উত্তর আমেরিকা সফরের অংশ। ইতোমধ্যেই তিনি ভার্জিনিয়ায় দর্শক উপচে পড়া ভিড়ে পারফর্ম করেছেন। সামনে বে এরিয়া, সিয়াটেল, ডালাস ও শিকাগোতেও তার কনসার্টের আয়োজন রয়েছে।
বাদশাহয়ের পুরো নাম আদিত্য প্রতীক সিং সিসোড়িয়া। ২০১২ সাল থেকে নিয়মিত গান করছেন তিনি। ২০১৫ সালে ‘ডিজিওয়ালে বাবু’ গান প্রকাশের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি পান। এর পর থেকে তিনি ‘ওয়াখরা সোয়াগ’, ‘শি মুভ ইট লাইক’, ‘বাজ’, ‘মার্সি’, ‘গেন্দা ফুল’, ‘টপ টাকার’, ‘পানি পানি’, ‘বাওলা’, ‘বাচপান কা পেয়ার’সহ একাধিক হিট সিঙ্গেল এবং ‘আভি তো পার্টি শুরু হুয়ি হ্যায়’, ‘সেলফি লে লে রে’, ‘কালা চশমা’, ‘দ্য হাম্মা সং’সহ ব্যবসাসফল সিনেমার গান উপহার দিয়েছেন।