বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। বুধবার (১০ আগস্ট) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তারা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাহাত আরা বেগমের চিকিৎসকের কাছে আগেই সময় নেওয়া হয়েছিল। সেই নির্ধারিত শিডিউল অনুযায়ী আজ সকালে তারা সিঙ্গাপুরে গেছেন। সকাল ৮টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যায়।
তিনি আরও বলেন, ঠিক কতদিন তারা সিঙ্গাপুরে অবস্থান করবেন, তা এখনো নির্দিষ্ট করে জানা যায়নি।
উল্লেখ্য, গত মাসেই মির্জা ফখরুল নিজেও সিঙ্গাপুরে গিয়ে চোখের চিকিৎসা করিয়ে দেশে ফিরেছিলেন।