Wednesday, September 10, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিহাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাচ্ছেন মাহমুদুর রহমান ও নাহিদ ইসলাম

হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাচ্ছেন মাহমুদুর রহমান ও নাহিদ ইসলাম

জুলাই–আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এবং জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আগামী ১৫ সেপ্টেম্বর তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করবেন।

বুধবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এ তথ্য জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তিনি বলেন, রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সোমবার দিন ধার্য করেছে। বিগত সরকারের সময়ে সংঘটিত সব মানবতাবিরোধী অপরাধ ও জুলাই–আগস্টের গণহত্যা প্রমাণে এ দুজনকে গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে উপস্থাপন করা হবে।

এসময় এক প্রশ্নের জবাবে প্রসিকিউটর জানান, চলতি মাসের মধ্যেই এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ করার পরিকল্পনা রয়েছে রাষ্ট্রপক্ষের। এছাড়া ২০১৬ সালে যশোরে দুই শিবির নেতাকে গুলি করার মামলায় আসামি কনস্টেবল সাজ্জাদুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments