Wednesday, September 10, 2025
spot_imgspot_img
Homeদেশের খবরকুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জেরে মামা-ভাগ্নে খুন, আহত কয়েকজন

কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জেরে মামা-ভাগ্নে খুন, আহত কয়েকজন


কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ।

নিহতরা হলেন—দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বিচার সর্দারের ছেলে বায়েজিদ সর্দার (২০) এবং হামেদ সর্দারের ছেলে আশরাফুল সর্দার (৫০)। তারা মামা-ভাগ্নে সম্পর্কের এবং সর্দার গ্রুপের সদস্য। অপরপক্ষ অভিযুক্তরা মন্ডল গ্রুপের সদস্য।

ওসি সোলাইমান শেখ জানান, পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সর্দার গ্রুপের দুইজন নিহত হয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments