Wednesday, September 10, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিজামায়াত আমীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করলেন ব্রিটিশ হাইকমিশনার

জামায়াত আমীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করলেন ব্রিটিশ হাইকমিশনার


বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মিসেস সারাহ কুক।

বুধবার সকাল ১১টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমীরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ব্রিটিশ হাইকমিশনার জামায়াত আমীরের স্বাস্থ্যের খোঁজ নেন এবং তার পূর্ণ সুস্থতা কামনা করেন। সাক্ষাৎকালে হাইকমিশনারের সঙ্গে ছিলেন সেকেন্ড সেক্রেটারি মিস কেট ওয়ার্ড।

জামায়াতের একটি প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাৎটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময়কালে তারা বাংলাদেশে চলমান সার্বিক পরিস্থিতি, গণতন্ত্র প্রতিষ্ঠা, আসন্ন নির্বাচন, মানবাধিকার, সংখ্যালঘুদের অবস্থার উন্নয়ন এবং রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেন। এছাড়াও, তারা গ্রেট ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় ও উন্নত করার বিষয়েও কথা বলেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং জামায়াত আমীরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments