Wednesday, September 10, 2025
spot_imgspot_img
Homeপড়ালেখাডাকসুর ভিপি নির্বাচিত হলেন সাদিক কায়েম, বিপুল ভোটে জয়ী

ডাকসুর ভিপি নির্বাচিত হলেন সাদিক কায়েম, বিপুল ভোটে জয়ী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে বিপুল ভোটে জয় পেয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর প্রার্থী মো. আবু সাদিক, যিনি সাদিক কায়েম নামেও পরিচিত। তিনি ১৪ হাজার ৪২ ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেন।

অন্যদিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। বাম দলের প্রার্থী তাসনিম আফরোজ ইমি পান মাত্র ৬৮ ভোট।
বাকি প্রার্থীদের মধ্যে মারজিয়া হোসেন জামিলা ৩৪, মাহদি হাসান ৯, আবু তৈয়ব হাবিলদার ১০, দেলোয়ার হোসেন ১২, আজগর ব্যাপারি ৬, জামালউদ্দিন খালিদ ৫০৩, শফিক রহমান ৬, বিন ইয়ামিন মোল্লা ১৩৬, আতাউর রহমান শিপন ৫, আবুল হোসাইন ৭, ইয়াছিন আরাফাত ৬২, নুরুল হোসাইন ৬, মাহিন হাসান ২৪, নাসিম উদ্দিন ২, ফয়সাল আহমদ ৪, মুদাব্বির আহমদ ৩৭, সুজন ১, সোহানুর রহমান ২, হাবিবউল্লাহ ২, হেলাল উর রহমান ৩ এবং জান্নাতি বুলবুল ৬ ভোট পান।

বুধবার সকাল সাড়ে ৮টায় সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।

এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ ছয় বছর পর ডাকসু ও হল সংসদের এই নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়জুড়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু নির্বাচনে মোট ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোট অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২৫ জন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন এবং এজিএস পদে ৪ জন প্রার্থী অংশ নেন। এবারের নির্বাচনে ভোটার ছিলেন মোট ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments