Wednesday, September 10, 2025
spot_imgspot_img
Homeবিনোদনঢাকাই চলচ্চিত্রের নায়িকা সাদিকা পারভিন পপি জন্মদিনে পরিবারের সঙ্গে কাটাবেন দিনটি

ঢাকাই চলচ্চিত্রের নায়িকা সাদিকা পারভিন পপি জন্মদিনে পরিবারের সঙ্গে কাটাবেন দিনটি


গুণী চলচ্চিত্র নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে মৌসুমী ও শাবনূরের পর নতুন নায়িকার অভিষেক ঘটে। চিত্রনায়ক ওমর সানীর বিপরীতে অভিনয় করে সারা দেশে আলোড়ন সৃষ্টিকারী এই নায়িকা হলেন সাদিকা পারভিন পপি। আজ তার জন্মদিন, যা তিনি ঘরোয়া পরিবেশে পরিবারের সঙ্গে উদযাপন করবেন।

দিনটি উপলক্ষে পপি বলেন, “আজকের জন্মদিন ঘরোয়াভাবেই কাটবে। আমাদের নিজের কিছু এতিমখানায় কোরআন খতম ও খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছে। জন্মদিনে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ভক্তদের প্রতি, কারণ তাদের জন্যই আমি আজ এখানে আছি।”

তিনি আরও বলেন, “জীবনের এই পর্যায়ে আমি শুধু এটুকুই বলতে চাই—পরিবারের জন্য সবাই দায়িত্ব পালন করবে, কিন্তু নিজের ভিত্তি শক্ত না করে পুরোপুরি নিজের সর্বস্ব দেওয়ার পরেও কিছু করবেন না। সমাজ ও চলচ্চিত্রে আমার একটি অবস্থান আছে। এক সময় আমি ভাবতাম, পরিবারের সবাই আমার; কিন্তু পরে দেখলাম, কেউ-ই আর আমার নয়। তাই আগে নিজেকে এবং নিজের স্বামী-সন্তানকে ভালোবাসুন। এরপর যারা সত্যিই আপনাকে ভালোবাসে তাদের পাশে থাকুন।”

এছাড়া পপি দেশের গণমাধ্যমের উদ্দেশে সব সময় সত্য সংবাদ প্রচারের জন্য অনুরোধ করেছেন।

পপি সর্বশেষ ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমায় অভিনয় করেছেন। জানা গেছে, তিনি ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার কাজ আবার শুরু করবেন। তবে ভবিষ্যতে তিনি অভিনয়ে ফিরবেন কি না তা এখনও নিশ্চিত নয়। ২০০৩ সালে কালাম কায়সারের পরিচালিত ‘কারাগার’ সিনেমার জন্য প্রথম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। পরে নারগিস আক্তারের ‘মেঘের কোলে রোদ’ এবং সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মণ্ড পরিচালিত ‘গঙ্গাযাত্রা’ সিনেমার জন্যও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments