Wednesday, September 10, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিঢাকাসু ভিপি নির্বাচিত সাদিক কায়েম: “আমি আগের মতোই থাকব, শিক্ষার্থীদের পাশে থাকব”

ঢাকাসু ভিপি নির্বাচিত সাদিক কায়েম: “আমি আগের মতোই থাকব, শিক্ষার্থীদের পাশে থাকব”


ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হওয়া ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) বলেছেন, শিক্ষার্থীরা যেমন তাকে আগে চিনেছেন, নির্বাচিত হওয়ার পরও তিনি আগের মতোই থাকবেন। বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকার সিনেট ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান।

সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীদের যে কোনো সমস্যা সমাধানে তারা পাশে থাকবে। ডাকসু নির্বাচন সফল করতে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং জুলাই বিপ্লবেও তাদের অগ্রণী ভূমিকা স্পষ্ট ছিল। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবার জন্য একটি নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার অঙ্গীকার জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো ধর্ম ও মতের শিক্ষার্থীদের সঙ্গে একসঙ্গে কাজ করবেন এবং বিশ্ববিদ্যালয়কে একটি মাল্টিকালচারাল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবেন। দায়িত্বপালনের সময়ে প্রয়াত সাংবাদিক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাদিক কায়েম। এছাড়া সকল গণমাধ্যমকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে স্থাপিত ৮১০টি বুথে ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ করা হয়। মোট ভোটার সংখ্যা ছিল ৩৯,৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ভোটার ছিলেন ১৮,৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ভোটার সংখ্যা ছিল ২০,৯১৫ জন।

ডাকসুর ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ডাকসুতে মোট ২৮টি পদ রয়েছে, যার মধ্যে সদস্যপদ ১৩টি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments