জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে অভিনন্দন জানিয়েছেন।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যার, আপনাকে অভিনন্দন। মেরুদণ্ড সোজা রেখে সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আপনি যেভাবে স্বচ্ছ ডাকসু নির্বাচন সম্পন্ন করেছেন, তার জন্য আপনি ও আপনার টিমের প্রতি বাংলাদেশ কৃতজ্ঞ।
অনুগ্রহ করে কিছু বিকৃত মনোভাবের কারণে কষ্ট পাবেন না। আপনি আমাদের সকলের কাছে অত্যন্ত শ্রদ্ধেয়। অভ্যুত্থান পরবর্তী দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানের দায়িত্বে আপনি যেসব দায়িত্ব সফলভাবে পালন করেছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।”