Wednesday, September 10, 2025
spot_imgspot_img
Homeদেশের খবররাজবাড়ী পুলিশ জানালেন: ইমাম-মুয়াজ্জিনদের গ্রেপ্তার আতঙ্কের কোনো কারণ নেই

রাজবাড়ী পুলিশ জানালেন: ইমাম-মুয়াজ্জিনদের গ্রেপ্তার আতঙ্কের কোনো কারণ নেই


রাজবাড়ীর গোয়ালন্দে ইমাম ও মুয়াজ্জিনদের গ্রেপ্তার আতঙ্কের কোনো কারণ নেই বলে জানিয়েছে জেলা পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরীফ আল রাজীব একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন, কোনো নিরপরাধ ব্যক্তিকে অযথা হয়রানি করা হবে না। মামলা সংক্রান্ত গ্রেপ্তারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং শুধুমাত্র নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে আইনের আওতায় আনা হচ্ছে।

জেলার পুলিশ জানিয়েছে, গত ৫ সেপ্টেম্বর গোয়ালন্দ থানার এলাকায় এক সমাবেশে পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা প্রায় ৩৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এখন পর্যন্ত এই মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে ৮ সেপ্টেম্বর নিহত রাসেলের বাবির বাদী হয়ে একটি মামলা দায়ের হয়, যেখানে এ পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মো. শরীফ আল রাজীব বলেন, গোয়ালন্দে দায়ের হওয়া দুটি মামলায় জনতা পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, দরবার শরীফে অনধিকার প্রবেশ, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, চুরি, জখম ও হত্যাসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তারকৃত ২০ জনকে ভিডিও ফুটেজ ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আইনের আওতায় আনা হয়েছে। রাজবাড়ী জেলা পুলিশ জানিয়েছে, তারা ন্যায়বিচার প্রতিষ্ঠার কাজে সবসময় সতর্ক ও তৎপর আছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments