মীর মশাররফ হোসেন হলে জাকসু নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফ উল্লাহ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেন।
এর আগে সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বেলা সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১০ নং হল কেন্দ্রে ভোট দেন ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম।
ভোট প্রদান শেষে মাজহারুল ইসলাম বলেন, “আমরা শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখতে পাচ্ছি। সবাই আনন্দের সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করছেন।”