নেত্রকোনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক ঠিকাদারকে মারধরের অভিযোগ উঠেছে জেলা ছাত্রদল সভাপতি অনিক মাহবুব চৌধুরীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ করেছেন।
ওই ঘটনা বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জেলা এলজিইডি কার্যালয়ে ঘটে। এলজিইডির প্রথম শ্রেণির ঠিকাদার সারোয়ার জাহান জানান, তিনি নির্বাহী প্রকৌশলীর রুমে বসে কথা বলছিলেন। তখন সুমন নামের একজন যুবক তাকে ডেকে বাইরে নিয়ে যান। সেখানে জেলা ছাত্রদল সভাপতি অনিক মাহবুব চৌধুরী তাকে কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন। একপর্যায়ে ভবনের দোতলা থেকে নিচতলায় নামিয়ে মারধর করা হয়। এলজিইডির কর্মকর্তা, কর্মচারী ও আনসার সদস্যরা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।
সারোয়ার জাহান অভিযোগ করেছেন, ‘অনিক যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে, তার সুষ্ঠু বিচার চাই। আমি থানায় অভিযোগ করেছি।’
এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, ‘ঠিকাদার সারোয়ার জাহানের সঙ্গে কথা বলার সময় তাকে ডেকে মারধর করা হয়েছে। বিষয়টি পুলিশ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
অন্যদিকে জেলা ছাত্রদল সভাপতি অনিক মাহবুব চৌধুরী এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘ঠিকাদার সারোয়ার জাহানের সঙ্গে একজনের কথা কাটাকাটি হয়, আমি সেখানে উপস্থিত ছিলাম, তবে মারধর করিনি। আমাকে অহেতুক জড়ানো হচ্ছে।’
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহ নেওয়াজ জানান, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। আইন অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’