নেপালে প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে আজ বৃহস্পতিবার প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের সঙ্গে বৈঠক হবে বিক্ষোভকারী তরুণদের।
স্থানীয় সংবাদমাধ্যম হিমালয়ান টাইমসের তথ্য অনুযায়ী, জেন-জিরা সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকিকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে প্রস্তাব করেছেন। আজকের বৈঠকে এই প্রস্তাব আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে পারে। বৈঠকের আগে সেনাপ্রধান অশোক রাজ সিগদেল ও সুশীলা কারকির ঘনিষ্ঠদের আলাদা আলোচনা হতে পারে।
সামাজিক মাধ্যম ও স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ ওরফে বালেনকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন বিক্ষোভকারী তরুণরা। তবে বালেন শাহ নিজেই সুশীলা কারকিকে সমর্থন দিয়েছেন। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব হবে দ্রুত নির্বাচন আয়োজন করা।
৭৩ বছর বয়সী সুশীলা কারকি নেপালের সুপ্রিম কোর্টের প্রথম নারী প্রধান বিচারপতি এবং একজন শিক্ষাবিদ। তিনি জানিয়েছেন, সংসদ এখনও টিকে আছে এবং বিশেষজ্ঞদের সমন্বয়ে পরিস্থিতির সমাধান খুঁজে বের করতে হবে। নেপালের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের নির্দেশে সংসদের নেতাদের মধ্যে থেকে সরকার গঠিত হওয়ার কথা, তবে অনেক নেতা বর্তমানে পলাতক।