জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে ভোটগ্রহণ শুরু হলেও হঠাৎ মুষলধারে বৃষ্টি পড়ায় শিক্ষার্থীদের পড়তে হয়েছে ভোগান্তিতে। সকাল ৯টা থেকে ভোট শুরুর সময় আবহাওয়া মোটামুটি ভালো থাকলেও সাড়ে ১০টার দিকে হঠাৎ ঝড়ো বৃষ্টি নামে।
লাইনে দাঁড়িয়ে থাকা ভোটাররা বৃষ্টিতে ভিজতে থাকলেও তারা ভোট দেওয়ায় বিরত হননি। হলের বাইরে থেকে আসা শিক্ষার্থীরাও বৃষ্টিতে ভিজে ভোট কেন্দ্রে প্রবেশ করতে বাধ্য হন।
ইতিহাস বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী নাসির বলেন, “৩৩ বছর পর জাকসুর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। বৃষ্টি সাময়িকভাবে সমস্যার সৃষ্টি করলেও শিক্ষার্থীরা তা উপেক্ষা করেই ভোট দিতে আসবেন।”
এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন, যার মধ্যে ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন এবং ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন। ২৫টি পদে মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।