জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নেওয়া ও অন্তর্বর্তীকালীন সরকার উৎখাত এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের নাম রয়েছে।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম পুলিশের আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের পেশকার মো. জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন্স) মো. এনামুল হক দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন এবং আদালত তা মঞ্জুর করেছেন।
আবেদনে বলা হয়, চার্জশিটভুক্ত ২৮৬ জন আসামির মধ্যে অনেকে দেশে থাকলেও অনেকে দেশের বাইরে অবস্থান করছেন। বাংলাদেশের আসামিরা যাতে পালিয়ে যেতে না পারে এবং বিদেশে থাকা আসামিরা দেশে এলে আটক করা যায়, সেই কারণে এ আদেশ প্রয়োজন।
মামলাটি ২০২৫ সালের ২৭ মার্চ দায়ের করা হয়। শেখ হাসিনাসহ ৭৩ জনকে প্রথমে আসামি করা হয়। এরপর সিআরপিসি ১৯৬ ধারায় তদন্তের অনুমতি নিয়ে সিআইডির এই কর্মকর্তা তদন্ত করেন। ৩০ জুলাই চার্জশিটে মোট ২৮৬ জনকে আসামি করা হয়। ১৪ আগস্ট আদালত চার্জশিট গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলায় অভিযোগ, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত জয় বাংলা ব্রিগেড জুম মিটিংয়ে শেখ হাসিনাসহ কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন। ভারতে অবস্থানকালে প্রধানমন্ত্রী দেশবিরোধী বক্তব্য দেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে উৎখাতের নির্দেশ দেন। এই বক্তব্য সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।