Thursday, September 11, 2025
spot_imgspot_img
Homeদেশের খবরসেন্টমার্টিন উপকূল থেকে ৪০ বাংলাদেশি জেলে অপহৃত, আরাকান আর্মির হাতে

সেন্টমার্টিন উপকূল থেকে ৪০ বাংলাদেশি জেলে অপহৃত, আরাকান আর্মির হাতে


কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন সমুদ্র উপকূলে মাছ শিকার শেষে ফেরার পথে ৪০ জন বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ৫টি ফিশিং বোটসহ জেলেদের জিম্মি করে তারা নিজ দখলে নিয়ে যায়।

টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অপহৃত ট্রলারগুলোর মধ্যে ৩টির মালিক টেকনাফের এবং বাকি ২টির মালিক শাহপরীর দ্বীপের বাসিন্দা।

স্থানীয় জেলেদের বরাত দিয়ে তিনি জানান, বিকেলে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ২০-৩০টি ট্রলার মাছ ধরছিল। হঠাৎ দুইটি স্পিডবোটে আগমনকারী আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে এবং ৫টি ট্রলারসহ প্রায় ৪০ জনকে ধরে নিয়ে যায়।

এই ঘটনায় বিজিবি, কোস্টগার্ড ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। আরাকান আর্মির নিজস্ব ওয়েবসাইটেও ৪০ জন বাংলাদেশি জেলে আটক হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এর আগে ৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১৩টি ট্রলারসহ ৮১ জন জেলেকে অপহরণ করা হয়, যারা এখনও নিখোঁজ। চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন স্থানে মোট ৩২৫ জন বাংলাদেশি জেলেকে আটক করেছে আরাকান আর্মি। এর মধ্যে বিজিবির উদ্যোগে কয়েক দফায় ১৮৯ জন জেলে ও ২৭টি নৌযান উদ্ধার করা সম্ভব হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments