Thursday, September 11, 2025
spot_imgspot_img
Homeঅন্যান্যকাজাখস্তানের দুর্গম এলাকায় নিশো, চলছে ‘দম’ সিনেমার কাজ

কাজাখস্তানের দুর্গম এলাকায় নিশো, চলছে ‘দম’ সিনেমার কাজ

কাজাখস্তানের এক দুর্গম এলাকায় দেখা গেছে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে। তার সঙ্গী নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, আর্ট ডিরেক্টর শহীদুল ইসলামসহ আরও কয়েকজন বিদেশি।

প্রথম তিনজনের নাম একসঙ্গে শুনলেই বোঝা যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তৈরি হওয়া ‘দম’ সিনেমার কথা। তাহলে কি সিনেমার কাজেই দুর্গম এলাকায় অবস্থান করছেন তারা?

এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে নির্মাতা রেদওয়ান রনি নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করে লিখেছেন— ‘দম’-এর দম পরীক্ষা। 

এরপরই নেটদুনিয়ায় জল্পনা শুরু হয় যে, কাজাখস্তানেই চলছে সিনেমার লোকেশন রেকি।

ছবিগুলো দেখে ধারণা করা যাচ্ছে, প্রযোজক-নির্মাতা-শিল্পী মিলে গেছেন লোকেশন দেখতে। কোথায় কেমন দৃশ্যধারণ করা যাবে, কতটা চ্যালেঞ্জ নিতে হতে পারে অভিনেতাদের—সেটাই সরেজমিনে খতিয়ে দেখছেন তারা।

অনেকদিন পর নির্মাণে ফিরছেন রেদওয়ান রনি। তার ভাষায়, দম নিয়ে দম বানাতে আসছি। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে সিনেমার গল্প, যেখানে সার্ভাইভালের কাহিনি উঠে আসবে।

‘দম’-এ অভিনয় করছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। সিনেমায় যুক্ত হওয়ার সময় নিশো বলেছিলেন, এতে পারফরম্যান্সে অনেক চ্যালেঞ্জ আছে যা আমাকে অনুপ্রাণিত করেছে। দেশে এ ধরনের সিনেমা আগে দেখিনি।

অন্যদিকে চঞ্চল চৌধুরী মন্তব্য করেছিলেন, গল্পটা অসাধারণ, খুব চ্যালেঞ্জিং। দর্শক চমকে যাবেন।

তবে সিনেমার প্রধান নারী চরিত্রে কে থাকবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।

এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট ও চরকির প্রযোজনায় নির্মিত ‘দম’ সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের রোজার ঈদে। শিগগিরই শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments