ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে যান সদ্য নির্বাচিত ডাকসু ভিপি সাদিক কায়েম। বৃহস্পতিবার হাসপাতাল থেকে নুরের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
এ সময় নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন সাদিক কায়েম। তার সঙ্গে এস এম ফরহাদ, মুহাম্মদ মহিউদ্দিনসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগর এলাকায় দলটির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় আহত হন নুর। সেই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কেবিনে রয়েছেন এবং চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।