নেপাল থেকে ভারতে প্রবেশের সময় সীমান্তরক্ষী বাহিনী এসএসবি ৬০ জনকে আটক করেছে। তাদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন, যা এসএসবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
আটক বাংলাদেশির নাম আব্দুল হাসান থালি। তিনি স্বর্ণ পাচারের মামলায় পাঁচ বছর কাঠমান্ডুর কারাগারে বন্দি ছিলেন। বর্তমানে তাকে বিহারের হরিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএসবি জানিয়েছে, বুধবার দুপুরে বিহারের মতিহারি জেলায় ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে হাসান থালি আটক হন। তিনি নিজের পরিচয় বাংলাদেশি হিসেবে দিয়েছেন। পুলিশ সূত্র জানায়, নেপাল থেকে সরাসরি বাংলাদেশে যাওয়ার সুযোগ না থাকায় তিনি ভারত-নেপালের উন্মুক্ত সীমান্ত দিয়ে বিহারে প্রবেশের চেষ্টা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, ভারত হয়ে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল তার।
নেপালে রাজনৈতিক অস্থিরতার সুযোগে অনেক বন্দি কারাগার থেকে পালিয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, এই পরিস্থিতিতে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে এবং সন্দেহজনক ব্যক্তিদের বিশেষ নজরদারিতে রাখা হচ্ছে।