ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ ও দৃঢ় অবস্থান গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন।
ইরানের সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, বুধবার পেজেশকিয়ান মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে টেলিফোন আলাপে এই মন্তব্য করেন। তিনি ইসরায়েলি শাসনের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক নীতি ও সীমারেখা উপেক্ষা করা অপরাধমূলক আচরণ হিসেবে আখ্যায়িত করেছেন।
পেজেশকিয়ান আরও বলেন, মুসলিম দেশগুলোর বিরুদ্ধে ইসরায়েলের অমানবিক কর্মকাণ্ড প্রতিহত করতে ইসলামী বিশ্বের দেশগুলোকে ঐক্যবদ্ধ ও দৃঢ় অবস্থান নিতে হবে। তিনি বলেন, ইসরায়েল কোনো আন্তর্জাতিক নীতি মানে না এবং নিজেদের ইচ্ছামতো যেকোনো দেশ আক্রমণ করতে পারে। তাই এই আগ্রাসী মনোভাব মোকাবিলায় মুসলিম দেশগুলোর একজোট থাকা জরুরি।