দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান একাধারে বাংলাদেশের সিনেমায় যেমন ব্যস্ত, তেমনি টালিউডেও নিয়মিত কাজ করছেন। ঢাকার চেয়ে কলকাতায়ই তাকে বেশি সময় কাটাতে দেখা যায়। ফলে শহরটি তার জীবনের এক ধরনের ‘দ্বিতীয় ঘর’ হয়ে উঠেছে— সম্প্রতি নিজেই এমন মন্তব্য করেছেন তিনি।
গত ৭ সেপ্টেম্বর জয়া আবারও কলকাতায় পা রাখেন। তিনি অংশ নেন অ্যাডভেন্ট এক্টর স্টুডিও প্রাইভেট লিমিটেড গ্লোবাল ইনফ্লুয়েন্সার এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-এর আসরে। মঞ্চে উপস্থিত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জানান, অনুষ্ঠানে যোগ দিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। সেখানেই দুর্গাপূজা উপলক্ষে সবার প্রতি শারদীয় শুভেচ্ছা জানিয়ে নিজের পূজার পরিকল্পনাও শেয়ার করেন।
জয়া বলেন, “পূজার সময় কলকাতার আবহ আমার ভীষণ ভালো লাগে। তাই পূজার ছুটিতে এখানে থাকতে সবসময়ই বেশি ভালো লাগে। এবারের পূজাতেও আমি কলকাতাতেই থাকব।”
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের প্রশংসা করে বলেন, “কোনো সিনেমা মুক্তির পর সেটি দর্শকদের কাছে পৌঁছাতে ইনফ্লুয়েন্সাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের তৈরি ভিডিওগুলো শেষ পর্যন্ত সিনেমারই উপকারে আসে।”
উল্লেখ্য, ‘ডিয়ার মা’ কিংবা ‘পুতুল নাচের ইতিকথা’— প্রতিটি কাজেই অভিনয়শৈলীর জন্য প্রশংসিত হয়েছেন জয়া আহসান। আগামী বছর শুরু হবে কৌশিক গাঙ্গুলীর বহুল প্রতীক্ষিত ছবি ‘অর্ধাঙ্গিনী ২’-এর শুটিং।